উইকিপিডিয়ায় শীর্ষ ত্রিশ বাঙালির তালিকায় রুনা লায়লা

279

ইন্টারনেট ভিত্তিক মুক্ত তথ্যভাণ্ডার উইকিপিডিয়া সম্প্রতি নিজ নিজ মেধা এবং কাজ দিয়ে বিভিন্ন সময়ে নিজেদের কর্মক্ষেত্রে সেরা এ হিসেবে প্রমাণিত এরকম শীর্ষ ত্রিশ বাঙালির নাম প্রকাশ করেছে।

ত্রিশজনের এ তালিকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অমর্ত্য সেনদের পাশাপাশি বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লা নামও রয়েছে।

বিষয়টি বাংলাদেশের জন্য বেশ গর্বের। এমন গর্বিত বিষয় প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘আমার তো শুরুতে বিশ্বাসই হয়নি, শীর্ষ ত্রিশজনের মধ্যে আমার নামও আছে।

কারণ এ তালিকায় বিশ্বখ্যাত যাদের নাম রয়েছে, তাদের পাশে আমার নামও আছে দেখে বিস্মিত হয়েছি। এ ভালোলাগা সত্যিই প্রকাশের মতো নয়। আমি কৃতজ্ঞ আমার সব ভক্ত, দর্শক, শ্রোতাদের প্রতি।

তাদের জন্যই প্রতিনিয়ত গানে উৎসাহ পাই। তাদের কারণেই আমি আজকের রুনা লায়লা। সর্বোপরি আমার মায়ের কথা বিশেষভাবে বলতেই হয়, কারণ মায়ের উৎসাহ, অনুপ্রেরণা এবং চেষ্টা না থাকলে আমার আজকের রুনা লায়লা হয়ে ওঠা হতোই না।

পরিবারের সবারই সমর্থন ছিল বলেই আমি আজকের অবস্থানে আসতে পেরেছি। এ জন্য মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা।’

আপনার মতামত দিন