দোহার নবাবগঞ্জে ঈদ হাতি !

233

দোহার নবাবগঞ্জের বাজারে ঈদ উপলক্ষ্যে দেখা মিলছে বড় বড় হাতির। হাতিগুলো মুলতঃ প্রদর্শনীর জন্য হলেও; হাতির মালিকেরা বাজার থেকে হাতির মাধ্যমে সালামি তুলছেন। আর এই হাতিগুলো মুলতঃ নবাবগঞ্জের সাদাপুরের।

হাতির মালিকেরা জানান, হাতিগুলো আগে সার্কাসের জন্য বা মেলায় প্রদর্শনীর জন্য নিয়ে যাওয়া হতো। কিন্ত বর্তমানে সে রকম মেলা বা সার্কাসের আয়োজন কমে যাওয়ায় এতো বিশাল প্রাণীর ব্যায়ভার বহন করাও অত্যন্ত কষ্টের। তাই তারা হাতির সালামি তুলছেন।

আপনার মতামত দিন