জাতীয়করণের তলিকায় যুক্ত হচ্ছে আরো স্কুল ও কলেজের নাম। খুব শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে দুটি তালিকা পৌঁছাবে। একটিতে থাকবে স্কুল অপরটিতে কলেজের নাম।
মন্ত্রণালয় এ তালিকা দুটি বরাবরেরি মতোই পরিদর্শন পূর্বক মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে আদেশ দেবে।নিউজ৩৯ কে জানিয়েছেন শিক্ষা মণত্রাণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা জি এম শাহজাহান।
আপনার মতামত দিন