নবাবগঞ্জে ইসলামী ব্যাংক ভাংচুর

325

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় হরতাল বিরোধী মিছিল করেছে উপজেলা ও দোহার-নবাবঞ্জ কলেজ শাখার ছাত্রলীগ নেতাকর্মীরা। বুধবার দুপুরে জামায়াতের ডাকা হরতাল প্রতিরোধে উপজেলা সদরে তারা এ মিছিল করে। এসময় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা উপজেলা সদরের ইসলামী ব্যাংক ও ঢাকা মার্কেন্টাইল কো- অপারেটিভ ব্যাংকে ইট পাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে সাড়ে ১২টায় হরতালের বিপক্ষে ছাত্রলীগ একটি মিছিল বের করে। মিছিলটি নবাবগঞ্জ উপজেলার সদরের ইসলামী ব্যাংক নবাবগঞ্জ শাখায় ও ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের সামনে আসলে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা কাঁচের জানালা লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাকের্ন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ম্যানেজার আলমগীর চৌধুরী বলেন, মিছিল থেকে ইট পাটকেল ছুড়ে তার অফিসের ৬টি জানালা ভাংচুর করেছে।

নবাবগঞ্জ থানার ওসি মাসুদ করিম বলেন, পরিস্থিতি শান্ত আছে। ব্যাংকের আশপাশে পুলিশ  মোতায়েন আছে।

ইসলামী ব্যাংকের ম্যানেজার আব্দুর রহমান বলেন, কিছু গ্লাস ভাংচুর হয়েছে। পুলিশ আসায় বড় ধরনের কোন ক্ষতি হয় নি।

আপনার মতামত দিন