ইসরায়েলে ২০ জাহাজ ও ২৩০ প্লেন বোঝাই অস্ত্র পাঠিয়েছে আমেরিকা

61
ইসরায়েলে ২০ জাহাজ ও ২৩০ প্লেন বোঝাই অস্ত্র পাঠিয়েছে আমেরিকা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা আড়াই মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত ২০ হাজার সাত শতাধিকেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।

এই যুদ্ধে ইসরায়েলকে ২৩০টি কার্গো প্লেন ও ২০টি জাহাজ বোঝাই অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে আমেরিকা। গাজায় সংঘাত শুরুর পর থেকে এসব অস্ত্র দিয়েছে বিশ্ব পরাশক্তি দেশটি।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে আমেরিকা ২৩০টি কার্গো প্লেন এবং ২০টি অস্ত্র ও সামরিক সরঞ্জাম বোঝাই জাহাজ ইসরায়েলে পাঠিয়েছে।

ইসরায়েলি সামরিক পরিসংখ্যান অনুসারে, গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলা ও গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে গিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে ৪৮৯ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

আপনার মতামত দিন