ইতিহাসের এই দিনে: ১ ডিসেম্বর

497
ইতিহাসের এই দিনে

ইতিহাসের এই দিনে : ১ ডিসেম্বর

১৮৩৪: কেপ উপনিবেশ থেকে দাসত্ব রদ অ্যাক্ট ১৮৩৩ অনুযায়ী দাসত্ব বিলুপ্ত করা হয়।

১৮৪৭: আমেরিকান কবি জুলিয়ান মুর জন্মগ্রহন করে।

১৯১৮: সালে আইসল্যান্ড ডেনমার্কের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯১৯: এই দিনে প্রথম মহিলা সংসদ সদস্য হিসাবে লেডি অ্যাস্টর যুক্তরাজ্যের হাউস অব কমান্সে তার আসন গ্রহন করেন।

১৯৫৮: মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৫৮: আমেরিকার শিকাগোর লেডি অব দ্য লস এঞ্জেলস স্কুলে আগুন লেগে ৯২ শিশু নিহত হয়।

১৯৬৩: এই দিনে নাগাল্যান্ডকে ভারতের ১৬তম রাজ্য হিসাবে ঘোষণা দেয়া হয়।

১৯৬৪: মালাউই, মাল্টা ও জাম্বিয়া এই দিনে জাতিসংঘের সদস্যপদ পায়।

১৯৭১: ভারতীয় সেনাবাহিনী পাকিস্থানের কাছ থেকে কাস্মীর দখল করে।

১৯৭৬: এ্যাঙ্গোলা জাতিসংঘে যোগ দেয়।

১৯৮১: এইচআইভি ভাইরাসের অস্তিত্বের ব্যাপারে আনুষ্ঠানিক  ঘোষণা দেয়া হয়।

আপনার মতামত দিন