ইতিহাসের এই দিনে: ১৭ জুলাই

304

ইতিহাসের এই দিনে: ১৭ জুলাই

৬৫৬: তৃতীয় খলিফা হযরত উসমান ইবন আফফান (রা) নিহত হন।

১৭৬২: রাশিয়ার জার ৩য় পিটার খুন হবার পর ২য় ক্যাথরিন জার হন।

১৯৬৮: একটি বিপ্লবের মাধ্যমে বাথ পার্টি ইরাকি রাষ্ট্রপতি আব্দুর রহমান আরিফকে উৎখাত করেন, এবং আহমেদ হাসান আল-বকর রাষ্ট্রপতি হন।

১৯৭৩: আফগানিস্তানের রাজা জহির শাহ ইতালীতে চক্ষু সার্জারী করাতে থাকা অবস্থায় তার কাজিন মোহাম্মদ দাউদ খান তাকে উৎখাত করেন।

১৯৭৬: পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার ২৭ তম প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়।

১৯৫৪: জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মর্কেলে জন্মগ্রহণ করেন।

১৯৭৫: নিউ জিল্যান্ডের কৃকেটার আন্দ্রে এডামস জন্মগ্রহন করেন।

আজ:

  • দক্ষিণ কোরিয়ার সংবিধান দিবস
  • স্লোভাকিয়ার স্বাধীনতা দিবস
  • আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস

আপনার মতামত দিন