ইতিহাসের এই দিনে: ১৪ জানুয়ারী

391

ইতিহাসের এই দিনে: ১৪ জানুয়ারী

১৭২৪: স্পেনের রাজা পঞ্চম ফিলিপ রাজ সিংহাসনে আরোহন করেন।

১৭৬১: তৃতীয় পানিপথের যুদ্ধ: ভারতে আফগান নেতা আহম্মেদ শাহ দুররানির সাথে মারাঠাদের পানিপথ নামক স্থানে যুদ্ধ হয়, যা তৃতীয় পানিপথের যুদ্ধ বলে পরিচিত। এই যুদ্ধে আফগানদের বিজয় ভারতের ইতিহাসে নতুন মাত্রা যোগ করে।

১৮৫৮: তৃতীয় নেপোলিয়ান আততায়ীর হাত থেকে রক্ষা পান।

১৯০৭: জ্যামাইকার কিংস্টনে ভূমিকম্পে ১০০০ জন নিহত।

১৯৩৩: ইংল্যান্ড বনাম অস্ট্রোলিয়ার ক্রিকেট সিরিজে ইংল্যান্ডের ডাগলাস জর্ডানের বলে অস্ট্রোলিয়ার অধিনায়ক বিল উডফল আহত।

১৯৯৮: আফগানিস্থানের মালবাহী বিমান পাকিস্থানে দূর্ঘটনায় পতিত। প্রায় ৫০ জন আহত।

মৃত্যু

১৯৭৮ – কুর্ট গ্যডল, একজন মার্কিন যুক্তিবিদ, গণিতবিদ।

২০০৮ – সেলিম আল দীন, একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার।

আপনার মতামত দিন