ইতিহাসের এই দিনে: ১৩ জুলাই

527

ইতিহাসের এই দিনে: ১৩ জুলাই

৬৭৮: হযরত আয়শা (রা) মৃত্যূবরণ করেন।

১৫৮৫: স্যার রিচার্ড গ্রীনভিলের নেতৃত্বে ১০৮ জনের একটি ইংরেজ দল আমেরিকার নিউক্যালেডোনিয়ার রোয়ানোকে দ্বীপে উপনিবেশ স্থাপনের উদ্দেশ্যে পৌছায়।

১৭৯৩: ফরাশি সাংবাদিক ও বিপ্লবী জ্যা পল মারাত তার বাথটাবে রাজনৈতিক প্রতিপক্ষ চার্লট কর্ডের হাতে নিহত হন।

১৮৩২: হেনরী স্কুলক্র্যাফট মিনেসোটায় মিসিসিপ নদীর উৎস আবিষ্কার করেন।

মিসিসিপি নদী

১৯৩১: জার্মানীর একটি আর্থিক প্রতিষ্ঠান ডানাব্যাংক দেউলিয়া হয়ে যায়। ফলে জার্মানীর সব ব্যাংক বন্ধ হয় যা আবার ৫ অগাস্ট খুলে।

১৯৩০: উরুগুয়েতে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচে ফ্রান্স মেক্সিকোকে ৪-১ গোলে হারায়।

১৯৩৪: নোবেল বিজয়ী নাইজেরীয়ান লেখক ওল সোয়েন্কা জন্মগ্রহণ করেন।

১৯৪২: অভিনেতা হ্যারিসন ফোর্ড জন্মগ্রহণ করেন।

১৯৬০: জন এফ. কেনেডী লস এন্জেলসে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডেমোক্রেট দলের নমিনেশন পান।

২০০২: তুর্কি বংশোদ্ভুত কানাডিয়ান ফটোগ্রাফার ইউসুফ কার্শ মৃত্যূবরণ করেন। তিনি গত শতাব্দীর একশতজন প্রভাবশালী ব্যক্তির ৫০ জনেরই ছবি তুলেছিলেন।

আপনার মতামত দিন