ইতিহাসের এই দিনে: মে ৯

340

১৯৩৬: ইতালী ইথিওপিয়া অধিকার করে।

১৯৪৫: এই দিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় উসৎসব উদযাপন করে।

১৯৯৪: দক্ষিণ আফ্রিকার নবনির্বাচিত সংসদ নেলসন মেন্ডেলাকে রাষ্ট্রপতি মনোনিত করে, তিনি হন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ঞ রাষ্ট্রপতি।

২০০৪: রাজধানী গ্রজনীতে এক বোমা বিষ্ফোরণে তেইশ জন লোক সহ চেচনিয়ার রাষ্ট্রপতি আহমেদ কাদিরভ নিহত হন।

আপনার মতামত দিন