ইতালির উপকূলে নৌকাডুবি: ২ মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৩১

26
ইতালির উপকূলে নৌকাডুবি: ২ মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৩১

ইতালির ল্যাম্পাডুসা দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় ২ অভিবাসনপ্রার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ ৩১ আরোহী। রোববার (৭ আগস্ট) ৫৭ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। খবর রয়টার্সের।

অভিবাসনপ্রত্যাশী দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিতরা আশ্রয় নিয়েছিলেন পাথুরে এলাকায়। কিন্তু সুপেয় পানি ও খাবারের অভাবে তাদের অবস্থা ছিলো সংকটাপন্ন। উদ্ধারের পর দ্রুত তাদের গরম কাপড়, পানি, খাবার ও প্রাথমিক সেবাদান করেন স্বেচ্ছাসেবীরা।

আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম জানিয়েছে, শনিবার থেকেই ভূমধ্যসাগরে ঝড়ো আবহাওয়া। দুটি নৌকা নিখোঁজের বার্তা পাবার পরই শুরু হয় অনুসন্ধান। জানা যায়, তিউনিসিয়ার বন্দর থেকে ছেড়ে এসেছে নৌযানগুলো। যার একটিতে ছিলেন ৪৮ জন, অপরটিতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশী। ইউরোপে পাড়ি জমাতেই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ বেছে নেন এসব মানুষ। আইওএমের তথ্য অনুসারে, চলতি বছর এই অঞ্চলে নৌকাডুবিতে ১৮শ মানুষের প্রাণ গেছে।

 

আপনার মতামত দিন