ইতালিতে ছিনতাইকারীর হাতে নবাবগঞ্জের যুবক খুন

878
ইতালিতে ছিনতাইকারীর হাতে নবাবগঞ্জের যুবক খুন

ইতালির বাণিজ্যিক নগরী মিলানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শামসুল হক স্বপন নামে (২৩) এক বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যম জানায়, গত বৃহস্পতিবার কাজ সেরে সিনিসেল্লো বালসামো থেকে সেন্ট্রালের দিকে বাসায় ফিরছিলেন স্বপন। পথে মিলানোর সেত্তেমবিরিনি নামক একটি রাস্তার পিয়াচ্ছা কাইয়াচ্ছোতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যু বরণ করে।(ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। স্থানীয় সময় আনুমানিক রাত ২টা ৩৫ মিনিট এ ঘটনা ঘটে। নিহত স্বপনের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী গ্রামে।  এর পিতা আনোয়ার হোসাইন।

স্বপন ইতালির মিলানে দীর্ঘ ৫বছর যাবত থাকতেন।তিনি পিয়াচ্ছা দোমোর করদোসিওতে একটি রেষ্টুরেন্টে কাজ করতেন।

এ ঘটনায় মরক্কোর দুই নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। নিহত স্বপন এক বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এ ঘটনায় ইতালি প্রবাসী বাংলাদেশীদের ভেতর আতঙ্ক বিরাজ করছে, এবং মিলন কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে । জানা গেছে মিলানোস্থ নিগোয়ারদা হাসপাতালে তার লাশ রাখা হয়েছে। উল্লেখ্য ইতালির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতেই ঘটনাটি বাঙালি কমিউনিটির দৃষ্টি গোছর হয়েছে। এবিষয়ে বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচীর উদ্যোগ গ্রহন করেছে।

আপনার মতামত দিন