ইজিবাইক ও ভ্যান চালকদের পাশে শেখ আনারকলি পুতুল

174
দোহার

ঢাকা জেলার দোহার উপজেলার দোহার পৌরসভা অঞ্চলের ইজিবাইক, ভ্যান ও রিকশা চালকদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনারকলি পুতুল। সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার চর জয়পাড়া তার নিজ বাড়িতে ২০০ জন ইজিবাইক, ভ্যান ও রিকশা চালকদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন। করোনা সংকট কালের এই সময়ে ইজিবাইক, ভ্যান চালকদের মাঝে এই সাহায্য তাদের এই দূর্যোগের সময়কালে অনেক উপকারে আসবে বলে তারা মন্তব্য করেছেন।

এই সময় শেখ আনারকলি পুতুল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের দিক নির্দেশনায় করোনার এ দুর্যোগের সময় আমি খেটে খাওয়া অসহায় মানুষদের পাশি আছি এবং ভবিষ্যতেও সব সময় থাকব।

এছাড়া নিজ এলাকার মানুষদের মাঝেও ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

আপনার মতামত দিন