ইকরাশিতে ডিস ইনচার্জারকে কুপিয়ে জখম

439

ঢাকা জেলার দোহার উপজেলার ইকরাশিতে মোঃ টুটুল সিদ্ধা (৩০) নামক এক ডিস ব্যাবসার ইনচার্জকে কুপিয়েছে কয়েকজন দুবৃর্ত্ত। সোমবার রাত আনুমানিক আটটার সময় পাকা ড্রেন নামক এলাকায় এই ঘটনা ঘটে।

সোমবার রাত আনুমানিক আটটার সময় টুটুল সিদ্ধা ইকরাসি তার অফিস থেকে তার বাড়ি হাসনাবাদে যাওয়ার সময় পথে মধ্যে পাকা  ড্রেন নামক এলাকায় তার উপর হামলা হয়।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিকভাবে চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি রাখতে বলেন। আহত টুটুল সিদ্ধা হাসনাবাদ এলাকার মোঃ জয়নাল সিদ্ধার।

আপনার মতামত দিন