ইউরোপে দুই বাংলাদেশির ২০ হাজার ইউরো লাভ

412

এবার স্ট্রসবুর্গ আদালতে মামলা করে জিতে গেল দুই বাংলাদেশি। সাইবেরিয়া সীমান্তে একটি ট্রানজিট জোনে হাঙ্গেরি দুই বাংলাদেশিকে অবৈধভাবে আটকেছে বলে রায় দিয়েছে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস।

গত ১৪ মার্চ মঙ্গলবার আদালতের এই আদেশের ফলে অলি আহমেদ ও ইলিয়াস নামের এই দুই বাংলাদেশির প্রত্যেককে হাঙ্গেরি সরকারকে ১০ হাজার ইউরো করে দিতে হবে বলে রয়টার্সের এক প্রতিবেদেনে বলা হয়েছে।এতে বলা হয়, ওই দুই বাংলাদেশির খরচ বাবদ আরও ৮ হাজার ৭০৫ ইউরো যোগাতে হবে হাঙ্গেরিকে। স্ট্রসবুর্গ আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে হাঙ্গেরি কর্তৃপক্ষ।বলকান দেশগুলো হয়ে অভিবাসীদের আগমণ ঠেকাতে দুই বছর আগে দক্ষিণাঞ্চলীয় সীমান্তে বেড়া দিয়ে দুটি ‘ট্রানজিট জোন’ তৈরি করে হাঙ্গেরি। আশ্রয় প্রার্থনার আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে আটক রাখা হয়।হাঙ্গেরি এই ব্যবস্থা চালুর পর ২০১৫ সালের সেপ্টেম্বরে এই মামলা দায়ের করেন ওই দুই বাংলাদেশি। ট্রানজিট জোন থেকে মুক্তির পাশাপাশি তাদের সার্বিয়ার কাছে হস্তান্তর আটকানোর প্রার্থনা করেন তারা।

 

 

আপনার মতামত দিন