ইউএনও ওয়াহিদা খানম ওপর হামলার প্রতিবাদে দোহারে মানব বন্ধন

226
ইউএনও ওয়াহিদা খানম ওপর হামলার প্রতিবাদে দোহারে মানব বন্ধন

দিনাজপুরের ঘোড়াঘাটের (ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবা বীরমুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর দুর্বৃত্তদের ন্যক্কারজনক হামলার প্রতিবাদে  ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন। ঢাকার দোহারে বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর বেলা ১১ টায় দোহার উপজেলায়  উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল দোহার শাখার আয়োজনে উপজেলা প্রাঙ্গণ হতে একটি  র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দোহার উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে পৃথকভাবে নিন্দা ও প্রতিবাদ সভা করা হয়। সভায় হামলাকারীদের দুষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, এস এম মহিউদ্দিন, শাজজাহান বিশ্বাস, রজ্জব আলী মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সহ আরও অনেকে।

আপনার মতামত দিন