দোহারে সাজাপ্রাপ্ত আসামি মেছের আলী খান গ্রেফতার

256

ঢাকার দোহার উপজেলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মেছের আলী খানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে কার্তিকপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। 

মেছের আলী কার্ত্তিকপুরের হোসেন খানের ছেলে। মোহাম্মদপুর ফাঁড়ি ইনচার্জ আনিস জানান, দুই বছর আগে স্থানীয় আবদুর হালিমের সঙ্গে টাকা লেনদেন সংক্রান্ত বিষয়ে বিবাদ হলে আদালতে মামলা হয়। সে মামলায় মেছের খানের ২ বছরের জেল হয়।

আপনার মতামত দিন