আসন্ন নির্বাচনে দোহার-নবাবগঞ্জ থেকে আমি নির্বাচন করবো: সালমান এফ রহমান

346
সালমান এফ রহমান

বুধবার দোহার উপজেলার পদ্মা সরকারি ডিগ্রী কলেজ মাঠে থেকে এই  আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মুকসুদপুর ইউনিয়নের আটটি কেন্দ্রভিত্তিক ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং জর্জ মান্নান এর বাসায় গিয়ে শেষ হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, আসছে জাতীয় নির্বাচনে দোহার-নবাবগঞ্জ ( ঢাকা-১) থেকে আমি নির্বাচন করবো। আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিবেন এটা আপনাদের কাছে আমি প্রত্যাশা করি। তাই এখন থেকে আর ঘরে বসে থাকার সময় নেই। আপনাদের সবাইকে  ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা আ’লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, আনার কুলি পুতুল, বৃথী,রাশেদ চোকদার, গিয়াস উদ্দিন সোহাগ ও স্থানীয় নেতাকর্মীরা।

আপনার মতামত দিন