আর্সেনিক আক্রান্তদের চিকিৎসার দাবীতে নবাবগঞ্জে বিক্ষোভ

295

নবাবগঞ্জ উপজেলায় আর্সেনিকোসিস রোগীদের চিকিৎসা সহায়তা ও নিরাপদ পানির উৎস আদায়ের দাবীতে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান করেছেন ইউনিয়ন ও ওয়ার্ড আর্সেনিক মিটিগেসন কমিটি এবং সার্বিক মানব উন্নয়ন সংগঠন। 

রোববার সকালে উপজেলার বক্সনগর, কলাকোপা, বান্দুরা, নয়নশ্রী, যন্ত্রাইল, বারুয়াখালী, শিকারীপাড়া ও জয়কৃষ্ণপুর ইউনিয়নের ৩৬জন আর্সেনিক আক্রান্ত রোগী ও সংগঠনের সদস্যরা এ কর্মসূচী পালন করেন। সকাল ১১টায় উপজেলা সদর শহিদ মিনার চত্তর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা উপজেলা চত্তরে প্রবেশ করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম খোরশিদ-উল-আলমের হাতে স্বারকলিপি তুলে দেয়া হয়।

পরে উপজেলা চত্তরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ডা. নূরে আলম সিদ্দীকি, বক্সনগর আর্সেনিক মিটিগেসন কমিটি সভাপতি আব্দুর রশিদ, শিকারীপাড়া আর্সেনিক মিটিগেসন কমিটি সভাপতি ইয়াকুব মোল্লা, সার্বিক মানব উন্নয়ন সংগঠনের সভাপতি নরেশ চন্দ্র শীল প্রমূখ।

আপনার মতামত দিন