আর্থিক সংকটে বেদেরা: হয়রানির শিকার নবাবগঞ্জ দোহারবাসী

284

ঈদ উপলক্ষ্যে জমে উঠেছে নবাবগঞ্জ ও দোহারের বাজার। কিন্তু একই সাথে হয়রানির শিকার হচ্ছে পথচারীরা। বাজারের প্রবেশ পথে নিয়মিত দেখা যাচ্ছে বেদে মহিলাদের চাদাবাজির দৃশ্য। তারা হাতে ছোট বাটিতে সাপ নিয়ে লোকজনকে ভয় দেখিয়ে টাকা আদায় করছে। আর্থিক সংকটে বেদেরা।

তারা ৩/৪ জনের একটি গ্রুপ হয়ে চলাচল করে। প্রায় ১২/১৫টি গ্রুপ নবাবগঞ্জ ও দোহারে সক্রিয়। এদের সবাই তরুণী। প্রসাশন এ ব্যাপারে জ্ঞাত হলেও তাদের কোনো পদক্ষেপ নেই। এক্ষেত্রে অসহায় হয়ে পড়েছে পথচারীরা। এছাড়া তারা এভাবে সৃষ্টি করছে বিব্রতকর পরিস্থিতি। বিশেষ করে স্ত্রী’র সামনে স্বামীকে বা মায়ের সামনে ছেলেকে নিয়ে টানাটানি ফেলে দিচ্ছে অস্বস্তিতে।

কেন তারা এমন করে, এ প্রশ্নের জবাবে শারমিন নামে এক বেদে নিউজ৩৯-কে জানান, বছরের এ সময়টা শুধু তারা একটু বাড়তি আয়ের আশায় এখানে আসেন। এটা হচ্ছে সবার কাছ থেকে ঈদের সেলামি নেয়া। তাদের দিকে তো কেউ তাকায় না, সরকারের কোনো সাহায্য তারা পান না।

তবে পথচারীদের প্রত্যাশা এ ব্যাপারে প্রশাসন তাদের ব্যাপারে যথাযথ আন্তরিক পদক্ষেপ নিবে এবং এ ধরনের নাজেহাল অবস্থা থেকে তাদের উদ্ধার করবে।

আপনার মতামত দিন