প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ ইন্ক-এর বনভোজন আগামি ৬ আগষ্ট রবিবার অনুষ্ঠিত হবে লং আইল্যান্ডের হ্যাকশেয়ার স্টেট পার্কে। দিনব্যাপি অনুষ্ঠানে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ছাড়াও থাকবে ভোজন বিলাসীদের জন্য থাকবে সুস্বাদু খাবার। বনভোজনে জ্যাকসন হাইটস থেকে সকাল সাড়ে আটটায় বাস ছেড়ে যাবে পার্কের উদ্দেশ্যে।
এতে পরিবার ১০০ ডলার এবং একক ৫০ ডলার চাদাঁর পরিমান নির্ধারন করা হয়েছে। বনভোজনে র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার স্বর্নালংকার, দ্বিতীয় পুরস্কার নিউইয়র্ক-ঢাকা- নিউইয়র্ক টিকিট, তৃতীয় পুরস্কার আইপ্যাড, চতুর্থ পুরস্কার ল্যাপটপ, পঞ্চম পুরস্কার ৩২ ইঞ্চি টেলিভিশন, ছষ্ঠ পুরস্কার ডিজিডাল ক্যামেরাসহ আরো আকর্ষণীয় পুরস্কার রয়েছে। বনভোজনে সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানান, সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক মো: মিলন মোল্লা। তারা বলেন, অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বনভোজনের ইভেন্ট গুলো সাজানো হয়েছে। এ বারের বনভোজন হবে আনন্দঘন ও ব্যতিক্রমধর্মী। বনভোজনে নবাবগঞ্জবাসীসহ কমিউনিটির সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন বনভোজন উপকমিটির আহবায়ক মনসুর আলম ও সদস্য সচিব মো: উজ্জ্বল বিপুল।