আমি দোহার-নবাবগঞ্জকে বাংলাদেশের মডেল উপজেলা হিসাবে তৈরি করবো: সালমান এফ রহমান

191
সালমান এফ রহমান

আমি ঢাকা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হলে দোহার ও নবাবগঞ্জ উপজেলাকে বাংলাদেশের মডেল উপজেলা হিসাবে তৈরি করবো।  এর জন্য প্রয়োজন আপনাদের ভোট। আপনারা আমাকে ভোট দিলে আপনাদের স্বপ্নের দোহার-নবাবগঞ্জ গড়ে তোলা সম্ভব হবে বলে মন্তব্য করেন সালমান এফ রহমান। শনিবার বিকালে দোহার উপজেলার বিশিষ্ট শিল্পপতি আকতার হোসেন বাবুলের বাড়িতে নির্বাচনী বৈঠকে তিনি এসব কথা বলেন।

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান বলেন, আপনারা জানেন এবার আমি ঢাকা-১ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছি। নৌকা বিজয়ী হলে দোহার-নবাবগঞ্জে শিল্প কারখানা গড়ে তোলা হবে। আর শিল্প কারখানা হলে স্থানীয় হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। তাই আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।

এসময় উপস্থিথ ছিলেন শিল্পপতি আকতার হোসেন বাবুল, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সহ-সম্পাদক সুরুজ আলম সুরুজ, রাইপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম প্রমূখ।

আপনার মতামত দিন