আমি ছাত্রলীগেই আছি, ছাত্রলীগ ই আমার সংগঠন: শেখ নিশাত স্বর্না

778

আমি এখনও ছাত্রলীগে আছি, ছাত্রলীগই বর্তমানে আমার সংগঠন আমার পরিচয়। তারপরও কোন এক অজানা কারনে, সম্পূর্ন আমার অজান্তেই, আমার বিনা অনুমতিতে আমাকে দোহার উপজেলা মহিলা লীগের সাধারন সম্পাদক করা হয়েছে। এবং ব্যাপার টা আমাকে ফোনে জানানো হলে আমি সাথে সাথেই ঢাকা জেলা মহিলা লীগের সভাপতি জলি খানকে সরাসরি জানাই আমি ছাত্রলীগে আছি, আমার ছাত্রত্ব এখনও আছে। এই মুহুর্তে আমি ছাত্রলীগ ছাড়া অন্যকোন সংগঠনে সম্পৃক্ত হতে চাইনা। তাছাড়া আমি ছাত্রলীগের ঢাকা দক্ষিনের একজন পদপ্রার্থীও। এবং যে সময় আমাকে মহিলা লীগের সাধারন সম্পাদক করা হয়, তখন আমি সদ্য বিলুপ্ত দোহার উপজেলা ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিলাম। তারপরও আমাকে সাধারন সম্পাদক করে দোহার উপজেলা মহিলা লীগের কমিটি করা হয়েছে। আমি ছাত্রলীগের একজন কর্মী। আমি ছাত্রলীগের কর্মীই থাকতে চাই। দোহার উপজেলা মহিলা লীগের কমিটির সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।

কেউ যদি আমাকে কেন্দ্র করে তার কোন বেক্তিগত বা পলিটিক্যাল স্বার্থ হাসিল করতে চায় বা করে তবে তার দায়ভার সম্পূর্ন ভাবে তারই। আমি এর কোন দ্বায়ভার নেবোনা। এবং আমি আবারও সবাইকে জানাতে চাই, আমার ছাত্রত্ব আছে, আমি ছাত্রলীগ ছিলাম, ছাত্রলীগেই আছি। ছাত্রলীগই এখন আমার একমাত্র ধ্যান জ্ঞান। অতএব দয়াকরে আমাকে নিয়ে কোন পোস্ট বা তথ্য তে কেউ বিভ্রান্তি হবেন না।

আপনার মতামত দিন