আমার সমর্থন মুসলমানদের প্রতি: জুকারবার্গ

441

ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নিয়ে মার্কিন মুল্লুকসহ গোটা বিশ্বে যখন তোলপাড় চলছে, তখন এই ইস্যু নিয়ে স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান ঘোষণা করলেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ৪টার দিকে এবং যুক্তরাষ্ট্র সময় সন্ধ্যা ৭টার দিকে তিনি এই স্ট্যাটাস দেন।

তিনি লেখেন,‘আমাদের দেশ এবং সারা বিশ্বের মুসলমানদের উদ্দেশ্যে আমি আমার সমর্থন ব্যক্ত করতে চাই। প্যারিস হামলা এবং এই সপ্তাহের ঘটনার পর,আমি অনুমান করতে পারি, মুসলমানরা কী রকম আতংকে আছেন। তারা হয়তো ভাবছেন অন্যের দায় তাদের নিতে হতে পারে। একজন ইহুদি হিসেবে আমার বাবা মা আমাকে শিখিয়েছেন,যে কোনও সম্প্রদায়ের ওপর আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতে। আজ  হয়তো তোমার ওপর আক্রমণ হয়নি কিন্তু যে কারও স্বাধীনতার ওপর আক্রমণ সবার জন্যই ক্ষতিকর।’

তিনি আরও লেখেন, ‘ফেসবুকের নেতা হিসেবে আমি ঘোষণা করছি,আপনি যদি আমাদের দেশের মুসলমান হয়ে থাকেন,আপনারা সব সময় সাদরে গৃহীত। আপনার অধিকার রক্ষা এবং আপনার জন্য শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিতে আমরা লড়াই করবো।’

আপনার মতামত দিন