আমাকে নৌকায় ভোট দিয়ে আপনাদের ভাগ্য বদলের করার সুযোগ দেবেন – সালমান রহমান

আমাকে নৌকায় ভোট দিয়ে আপনাদের ভাগ্য বদলের করার সুযোগ দেবেন - সালমান রহমান

215

তারেক রাজীবঃ ১১ অক্টোবর,বৃহষ্পতিবার সকাল ১ ঘটিকা থেকে নবাবগঞ্জ উপজেলা পরিষদের অফিসে নবাবগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান,মেম্বার এবং পৌরসভার কমিশনারদের নিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আগামী একাদশ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা করেছেন। নবাবগঞ্জ উপজেলায় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন আওয়ামী লীগ সভাপতির বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় তিনি ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) থেকে নিজেকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ১৪ টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই দেশের সার্বিক উন্নয়ন হয়। সালমান এফ রহমান বলেন, আসছে নির্বাচনে নৌকার কোনো বিকল্প নেই।

আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে পারলে দেশের অন্যান্য অঞ্চলের মতো এ অঞ্চলের চিত্রও পাল্টে যাবে। তিনি আরও বলেন, ‘যদি আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এই আসনে নমিনেশন দেন, তাহলে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে দোহার নবাবগঞ্জের মানুষের ভাগ্য বদলে কাজ করার সুযোগ করে দেবেন।’ তিনি বলেন, অতীতেও যেমন আপনাদের পাশে থেকে কাজ করেছি, ভবিষ্যতেও করতে চাই। এ জন্য আপনারা দলমত নির্বিশেষে এখন থেকে প্রতিটি ভোটারের বাড়িতে নিয়ে নৌকা মার্কার জন্য ভোট চাইবেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসিরউদ্দিন আহম্মেদ ঝিলু, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান প্রমুখ।

আপনার মতামত দিন