আব্দুল মান্নানের এপিএস রফিক আটক

585

বিএনপির ভাইস চেয়ারম্যান,সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের একান্ত সচিব, ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত ৩ ফেব্রুয়ারী ঢাকার “লা মেরিডিয়ান” হোটেলের সামনে থেকে তাকে আতক করা হয়। এছাড়া ৫ ফেব্রুয়ারী নিজের ব্যবসায় প্রতিষ্ঠান থেকে আটক হন দোহার উপজেলা যুবদলের সাবেক আবুল হাশেম।

এই দুই জনের আটকের প্রতিবাদ করে অবিলম্বে তাদের মুক্তি দাবী করে প্রতিবাদলিপি দিয়েছে ঢাকা জেলা বিএনপি। ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. সালাউদ্দিন তার ফেসবুক পোস্টে আটকের প্রতিবাদ জানিয়ে লিখেন “সরকার নিজেদের একক ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য আগামী নির্বাচনকে সামনে রেখে যে পরিকল্পনা নিয়েছে একের পর এক কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃর্নমূল পর্যায়ের নেতৃবৃন্দকে গ্রেফতার তারই অংশ বিশেষ। বর্তমান স্বৈরশাসকের জুলুম,নিপীড়ন ও নির্যাতন থেকে মুক্তি পেতে হলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নাই। “আমার নেত্রী আমার মা,বন্দি হতে দেব না”, এই শ্লোগানকে সামনে রেখে আগামী ০৮.০২.২০১৮ ইং তারিখে ঢাকা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে কোর্ট প্রাঙ্গণে (বকশি বাজার) উপস্থিত থাকার জন্য আমি উদাত্ত্ব আহবান জানাচ্ছি এবং পরিশেষে ছাত্রনেতা রফিক ও যুবদলনেতা হাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

আপনার মতামত দিন