আবু আশফাক সহ বিএনপি নেতা- কর্মিদের ৮ সপ্তাহের জামিন|

484

আবু সাঈদ নিউজ৩৯ আদালত প্রতিবেদকঃ অগাস্ট ও সেপ্টেম্বর মাসে দোহার নবাবগঞ্জে পুলিশবাদী হয়ে দায়ের করা ৪ টি মামলায় উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক সহ তার কর্মি-সমর্থক ও সাধারণ জনগণ। এতে দোহার নবাবগঞ্জ মিলিয়ে প্রায় ৩ শত জনকে আসামী করা হয়েছিল। ৪ টি মামলার ২টি তে আবু আশফাক ছিলেন প্রধান আসামী। মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি এনায়েতুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন।এতে আসামী পক্ষে মামলা পরিচালনা করেন গাজী কামরুল ইসলাম সজল।

আপনার মতামত দিন