নাদিম মাহমুদ, আশিকুল গাজী, নিউজ৩৯ঃ দোহার উপজেলার নারিশা ইউনিয়নের সওজের ডাকবাংলোর সামনে একটি মোটরসাইকেল ও আরাম গণপরিবহনের সাথে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম আনোয়ার হোসেন (৫৫), পিতা- বান্দু বেপারী, বাড়ি – মুকসুদপুর।
সংর্ঘষের পর বাইক চালক আনোয়ার হোসেনকে দ্রুত ফুলতলা আবদুল রাজ্জাক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরাম পরিবহনের ড্রাইভার সুজন শেখ(২৮)কে আটক করা হয়েছে।
এবিষয়ে ফুলতলা ফাঁড়ির ইনর্চাজ জাহাঙ্গীর আলম জানান, শনিবার দুপুরে ডাকবাংলো রোডে আরাম পরিবহনের সাথে পালসার ব্র্যান্ডের বাইকের সাথে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বাইকচালক আনোয়ার হোসেন (৫৫) মারা যায়। আমরা বাসের ড্রাইভার সুজন খানকে আটক করেছি।
মামালার বিষয় জানতে চাইলে তিনি বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত দিন