আবারও দোহারে ট্রাকের চাপায় নিহত ১

42

শরিফ হাসান : দোহারে ট্রাক চাপায় থামছে না যেন মৃত্যু মিছিল। মংগলবার দোহারে বালুর ট্রাকের চাপায় মানিক খাঁ (২৬) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত মানিক খাঁ উপজেলার জামালচর গ্রামের জামাল খাঁর ছেলে। নিয়মিতই বালুর ট্রাক চাপায় এমন ঘটনা ঘটলেও নেই কার্যকর কোন পদক্ষেপ। অপ্রশিক্ষিত ড্রাইভার ও অনুমোদনহীন এসব মাহেন্দ্র বা বালুর ট্রাকে নিয়মিতই ঘটছে এসব। প্রভাবশালীদের চাপে আইনানুগ ব্যবস্থা নিতে পারছে না ক্ষতিগ্রস্থ পরিবারেরা।

স্থানীয়সূত্রে জানা যায়, লটাখোলা গ্রামের নোয়াব আলীর জমিতে মাটি ভরাটের কাজ চলছিলো। মঙ্গলবার দুপুরে একটি ট্রাক বালু ফেলতে আসলে করম আলী মোড়ে চালক ট্রাকটি পেছনের দিকে নেয়ার সময় ট্রাকের শ্রমিক জামাল ট্রাকটির নিচে চাপা পড়ে। এসময় দ্রুত তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে দোহার থানার এসআই কুদ্দুস বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন