আবারও জেলা পরিষদ চেয়ারম্যান হচ্ছেন মাহবুবুর রহমান

420

ঢাকা জেলা পরিষদে আবারও চেয়ারম্যান হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। শনিবার সারাদেশের ৬১টি জেলা পরিষদে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামিলীগ। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলীয় মনোনয়ন বোর্ড, তাকে ঢাকা জেলার প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়।

এতে নিশ্চিতভাব্র ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারন-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান হতে চলেছেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান। দ্বিতীয়বারের মতো এই পদে তিনি আসীন হবেন।

বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান দোহার উপজেলার নারিশা ইউনিয়নের দক্ষিন শিমুলিয়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।তার মাতার নাম মৃত আনোয়ারা বেগম।২০০৮ সালে তিনি দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ১৯৭৫ সালের পরবর্তী সময়ে ঢাকা জেলা ছাত্রলীগ নেতা হিসেবে এবং আওয়ামী লীগের দূঃসময়ে দোহার ও নবাবগঞ্জ উপজেলাসহ ঢাকা জেলায় দলের নিবেদিত কর্মি হয়ে দলের জন্য কাজ করেছেন।

আপনার মতামত দিন