আপনার কথা বলুন নিউজ৩৯কে; পৌছে যাবে এমপি (সালমান এফ রহমান) মহোদয়ের কাছে

    354

    আপনার এমপি, আপনার সাংসদ প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদ্বেষ্টা জনাব সালমান এফ রহমান সাধারণের নেতা হিসাবে নিজেকে নিয়ে গিয়েছেন জনগণের দরজায়। নিয়মিত তিনি ‘গণ সাক্ষাৎ’ করছেন দোহার-নবাবগঞ্জবাসীর সাথে। বিগত ৪ বছর যাবত নিউজ৩৯ নিয়মিত ধারাবাহিকভাবে সালমান এফ রহমান এমপি’র জন্য নিরলসভাবে কাজ করেছে, কেননা নিউজ৩৯ বিশ্বাস করে দোহার-নবাবগঞ্জকে উন্নয়নের রোল মডেল করতে হলে, এমন একজনের হাতে এই সংসদীয় আসনের দায়িত্ব থাকতে হবে যিনি তার প্রজ্ঞা, ক্ষমতা, ব্যক্তিত্ব দ্বারা সরকারের কাছ থেকে যে কোন দাবী আদায় করে নিতে পারেন, আর তিনিই হলেন সালমান এফ রহমান।

    আপনারা যারা দেশে-বিদেশে, কাছে-দূরে, ব্যস্ততা বা বিভিন্ন কারণে জননেতা সালমান এফ রহমানের নিকট আপনার চাহিদা, দাবী বা অভিযোগ সরাসরি জানাতে পারছেন না, তারা নিউজ৩৯ এর ফেসবুক পেজে কমেণ্টস করে বা ম্যাসেঞ্জারে জানাতে পারেন আপনার কথা। আমরা সেই কথা পৌছে দিবো এমপি মহোদয়ের কাছে।প্রথম ধাপের জন্য আপমাদের মতামত জানানোর শেষ সময় বিকাল ৩.০০টা শনিবার, ২৬শে অক্টোবার,২০১৯।

    ধন্যবাদান্তে,

    নিউজ৩৯ কর্তৃপক্ষ

    আপনার মতামত দিন