আনোয়ার হত্যা মামালার আসামী আটক

789

শরিফ হাসান, নিউজ৩৯ঃ  দোহারের আলোচিত আনোয়ার হত্যা মামলার অন্যতম আসামী শওকত (২২) কে আউলিয়াবাদ গ্রাম থেকে গ্রফতার করেছে দোহার থানা পুলিশ।  বৃহস্পতিবার দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।   শওকতকে গ্রেফতারের কথা শুনে শওকতের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।  শওকতের বাবার নাম ইয়াকুব, সে চর লটাখোলা গ্রামের অধিবাসী।

এ ব্যাপারে নিহত আনোয়ারের বড় ভাই মোকছেদ নিউজ৩৯কে বলেন, ‘আমার ভাইয়ের হত্যার সাথে জড়িতরা এলাকা দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ধরছে না।’ তিনি বলেন, ‘হত্যা মামলার প্রধান আসামিরা না ধরা পড়া পর্যন্ত আমাদের উৎকষ্ঠা থেকেই যাবে।’

আনোয়ার হত্যার মামলার তদন্ত কর্মকর্তা দোহার থানার উপ পরিবদর্শক হাফিজুর রহমান জানান, আটক শওকতকে রিমান্ড চেয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে এবং বাকি আসামিদের ধরার জোর চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ রাতে সন্ত্রাসীরা ছুরিকাহত করলে ৪ দিন চিকিৎসাধীন থেকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয় আনোয়ারের।

আপনার মতামত দিন