আনারকলি পুতুলের ত্রাণ বিতরণ

216

ঢাকা জেলার  দোহার উপজেলার দোহার পৌরসভায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনারকলি পুতুলের পক্ষ থেকে করোনায় অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত অসহায় সাধারন মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। এই সময় প্রায় শতাধিক পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী বিতরন করা হয়। বুধবার বিকালে  অসহায় পরিবারগুলোর মাঝে এই ত্রান পৌছে দেয়া হয়।

সারা দেশের মতো দোহারও করোনা মহামারীতে আক্রান্ত। সাধারন মানুষের কাজ না থাকায় এক প্রকার অসহায় ও ক্ষুধার্ত অবস্থায় তারা দিন যাপন করছে। এই সময় এই অসহায় পরিবারগুলোর পাশে এসে দাড়িয়েছেন শেখ আনারকলি পুতুল।  তার পক্ষ থেকে এই অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, লবন, চিনি, সেমাই, ছোলা এবং মুড়ি পৌছে দেয়া হয়। শেখ আনারকলি পুতুল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং দোহার নবাবগঞ্জ ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের নির্দেশে আমি আমার পরিবারের অর্থায়নে দেশের এ ক্রান্তিলগ্নে অসহায় মানুষদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।

এই কঠিন সময়ে ত্রান পেয়ে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটেছে।

আপনার মতামত দিন