সাবেক মন্ত্রী ও বরেণ্য শিক্ষাবিদ আতাউদ্দিন খানের ইন্তেকাল

1251

দোহার-নবাবগঞ্জের কৃতি সন্তান ও বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, বরেণ্য শিক্ষাবিদ ও সমাজসেবক  আতাউদ্দিন খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লালি….রাজিউন)।  বার্ধক্যজনিত কারণে সোমবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় মোহাম্মদপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ও কলেজের চেয়ারম্যান, বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান, দোহার-নবাবগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা এবং অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা আতাউদ্দিন খান ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুর কারনে নবাবগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। নবাবগঞ্জে তার পৈতৃক গালিমপুরের বাড়িতে এসে উপস্থিত হচ্ছে দোহার-নবাবগঞ্জের বিশিষ্ট জনেরা।

আতাউদ্দিন খানের জানাজা সোমবার বাদ যোহর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী আতাউদ্দিন খান ১৯৬৫ ও ১৯৭৯ সালে পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তান সেন্সর বোর্ড, আরব ওয়ার রিলিফ ফান্ড ও প্রাদেশিক যোগাযোগ কর্তৃপক্ষের সদস্য ছিলেন তিনি।

আপনার মতামত দিন