আজ মোহাম্মদ আছালত মিয়ার ২৪ তম মৃত্যুবার্ষিকী

253

সমাজসেবক মোহাম্মদ আছালত মিয়ার ২৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বাদ আছর মরহুমের আত্মার মাগফেরাত কামনায় কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল ঢাকার দোহার উপজেলার জয়পাড়াস্থ মরহুমের গ্রামের বাড়ি, হোটেল আগ্রাবাদ ও ঢাকাস্থ বনানী চেয়ারম্যান বাড়ি জামে মসজিদে একযোগে অনুষ্ঠিত হবে।

এতে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় আত্মীয়–স্বজন ও গুণগ্রাহীদের শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, আছালত মিয়া হোটেল আগ্রাবাদের প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ সবদর আলীর পিতা।

আছালত মিয়া ঢাকা জেলার দোহার উপজেলা জয়পাড়া গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৪ সালের ১ এপ্রিল ১০১ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি একাধারে শিক্ষানুরাগী, সমাজসেবক ও একজন সৎ ব্যবসায়ী ছিলেন। তিনি দোহারের জয় পাড়া বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়সহ মক্তব, মাদ্রাসা এবং স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি ধর্মীয় ও জনহিতকর কাজে অর্থদান করতেন।

আপনার মতামত দিন