আজ মনোনয়ন পত্র জমা দিবেন সালমান এফ রহমান

496

 

আজ ঢাকা-১ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সালমান এফ রহমানের একান্ত ব্যক্তিগত সচিব মুশফিকুর রহমান লিমন নিউজ৩৯কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আসন্ন নির্বাচন উপলক্ষে দোহার-নবাবগঞ্জের প্রতিটি অঞ্চলে জনসংযোগ করে চলছেন সালমান এফ রহমান। নির্বাচনের মনোনয়ন পত্র কিনার আগে সৌদি আরবে ওমরা করতে যান এই আওয়ামী লীগ নেতা।দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগির হোসেন শুক্রবার তার পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন। এদিকে সৌদি আরব থেকে ওমরা করে ১২ নভেম্বর সোমবার সকালে দেশে ফিরেছেন এই আওয়ামী লীগ নেতা। আজ সোমবার বেলা ৩টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তিনি দোহার ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মনোনয়ন পত্র জমা দিবেন বলে নিশ্চিত করেছেন মুশফিকুর রহমান লিমন।

আপনার মতামত দিন