আজ নবাবগঞ্জের ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা সাড়ে ১১টায় গণভবন থেকে নবাবগঞ্জসহ দেশের ৬টি বিদ্যুৎ কেন্দ্র ও বান্দরবান জেলার থানচি উপজেলার নতুন বিদ্যুতায়নের উদ্বোধন করবেন।
একই সাথে নবাবগঞ্জের দৌলতপুরের ৫৫ মেগাওয়াট, হবিগঞ্জের শাহজি বাজারের ৩৩০ মেগাওয়াট, সামিট বরিশালের ১১০ মেগাওয়াট, পাওয়ারপ্যাক মুতিয়ারা জামালপুরের ৯৫ মেগাওয়াট, সামিট নারায়ণগঞ্জের ৫৫ মেগাওয়াট, মানিকগঞ্জে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঢাকা জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত থাকবেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সাংসদ অ্যাডভোকেট সালমা ইসলাম, জেলা প্রশাসক মো. সালাহউদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে প্রায় ৩৬০ কেটি টাকা ব্যয়ে নবাবগঞ্জের দৌলতপুরে ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। ২০১৬ সালের ১৭ জুন এর কাজ শেষ হয়। ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশন লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান এটি বাস্তবায়ন করেন।