আজ দোহারের বাস্তায় জনপ্রিয় বক্তাদের নিয়ে ওয়াজ মাহফিল

440

২৩ সেপ্টেম্বর, শুক্রবার দোহারের বড় বাস্তা যুব সমাজের ৩য় বার্ষিক ওয়াজ মাহ্ফিলের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জনপ্রিয় বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক (কুয়াকাট)।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবে মাওলানা মাহফুজুর রহমান জাবের (কুয়াকাটা) এবং হাফেজ ক্বারী আব্দুল ওয়াহাব দোহারী।

মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।

ওয়াজ মাহ্ফিলের সভাপতিত্ব করবে দোহার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার।

মাহ্ফিল পরিচালনা করবে মুফতি হাসান মাহমুদ খান।

ওয়াজ মাহফিলে দোহার উপজেলার সর্বস্তরের জনগণকে যোগদানের আহ্বান জানিয়েছে বড় বাস্তার যুবসমাজ।

আপনার মতামত দিন