আজকের শিশুরাই আগামীর সূর্য সন্তান – ইউএনও আফরোজা আক্তার রিবা

352

দোহার উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেছেন, আমাদের আজকের শিশুরাই আগামীর সূর্য সন্তান, ওরা ই দেশের হাল ধরবে, দেখাবে জাতিকে আলোর পথ। সরকারী বেসরকারী আমাদের সকলের অব্যাহত প্রচেষ্টা ই পারে আজকের শিশুদের আগামীর যোগ্য নাগরীক হিসেবে গড়ে তুলতে।

বুধবার সকালে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাহ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এলজিএসপি-৩ এর স্কীম উদ্ভোদন করেন।

সে সভায় সভাপতিত্ব করেন নয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জনাব শামীম আহমেদ, এসময় স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধি ও স্কুল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা কোমলমতী শিশুদের হাতে টিফিন বক্স ও স্কুল ব্যাগ তুলে দেন। এ সময় তিনি অভিবাবক বৃন্দের নিকট হতে স্কুলের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

আপনার মতামত দিন