আগামী শিক্ষাবর্ষ থেকে হবে না ঢাবির ‘ঘ’ ও ‘চ’ ইউনিটের পরীক্ষা

113
আগামী শিক্ষাবর্ষ থেকে হবে না ঢাবির ‘ঘ’ ও ‘চ’ ইউনিটের পরীক্ষা

আগামী শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনটি ইউনিটে (বিজ্ঞান, কলা ও ব্যবসা) স্নাতক ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ফলে বিলুপ্ত হবে সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ এবং চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। তবে এ বছর আগের নিয়মেই ভর্তি পরীক্ষা হবে। রোববার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।মিটিংয়ে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান৷

বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান৷ তিনি বলেন, উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে তিনটি গ্রুপ আছে (বিজ্ঞান,কলা ও ব্যবসা) ভবিষ্যতে সেগুলোকে বিবেচনায় নিয়ে তিনটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিচালিত হবে। তিনটি ইউনিটের নামকরণ কী হবে, তা পরে ঠিক করা হবে৷ এটি কার্যকর হবে ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে। এক্ষেত্রে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিলুপ্ত করা হবে। এ দুই ইউনিটের শিক্ষার্থীদেরও বিজ্ঞান, কলা এবং ব্যবসা শিক্ষা ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংখ্যা এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্যই এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ কীভাবে ‘চ’ ইউনিট এবং ‘ঘ’ ইউনিটকে শুধু ক,খ,গ এ তিনটি ইউনিটের সঙ্গে সমন্বয় করা হবে সে বিষয়ে পরে বিভিন্ন কলা কৌশল অনুসরণ করা হবে৷

আপনার মতামত দিন