আগামী বছরের বিজয়ের মাসে নৌকাকে আবার বিজয়ী করুনঃ নির্মল গুহ

271

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, আগামী বছরের বিজয়ের মাসে নৌকাকে আবার বিজয়ী করুন। এ নির্বাচন হবে উন্নয়ন আর স্বাধীনতার চেতনা ধরে রাখার নির্বাচন। বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন স্থবির হয়ে যাবে, দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। তাই জ্বালাও পোড়াও মানুষ হত্যাকারীদের এদেশের জনগণ আর কোন দিনই ভোট দেবে না।

গত শনিবার বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) আয়োজিত মহান বিজয় দিবস -২০১৭ আলোচনা সভাউ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কর্ণেল(অবঃ) ফারুক খান এমপি। এ সময় ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম শিপলু অনুষ্ঠান সহ-সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

আপনার মতামত দিন