আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনই করবে

377

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। সংবিধান অনুযায়ী কমিশনই নির্বাচন পরিচালনা করবে। আর তাদের অধীনেই আইন-শৃংখলা বাহিনী কাজ করবে।

বুধবার সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশের রজত জয়ন্তী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাজশাহীর মানুষ জঙ্গিবাদকে এক সময় প্রশ্রয় দিয়েছিল। এখন তারাই আবার জঙ্গিদের ঘৃণা করছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গোটা দেশের মানুষই জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। এ কারণেই পৃথিবীর বিভিন্ন দেশের চেয়ে বাংলাদেশ জঙ্গিবাদ দমনে সফল হয়েছে। তবে এখনো মূলোৎপাটন করা যায়নি। তবে আইন শৃংখলাবাহিনী ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

মন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে রাজশাহী মহানগর পুলিশ মডেলের ভূমিকা রেখেছেন। সীমান্ত দিয়ে অবৈধ পথে এসব মাদক আসছে। তবে বন্ধুপ্রতিম দেশ ভারত আমাদের অনুরোধে সীমান্তে ফেনসিডিলের কারখানা বন্ধে কাজ করছে।

পুলিশ লাইন স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও রাজশাহী মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রম্নজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান, রুয়েটের উপাচার্য রফিকুল ইসলাম বেগ, আবদুল ওয়াদুদ এমপি, আয়েন উদ্দিন এমপি প্রমুখ।

অন্য খবর  নবাবগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

পরে সাবিনা ইয়াসমিন, ফকির শাহাবুদ্দিন, কাজী শুভ ও কণার পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।

আপনার মতামত দিন