ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা খান হাটি গ্রামে আব্দুর রহিমের বসত টিন-কাঠের ঘরে ভয়াবহ আগুন লেগে ঘরে থাকা আসবাবপত্র এবং বারান্দায় থাকা ৩ টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩-৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী পরিবারের।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে ঘরে আগুন জ্বলছে দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে প্রায় ১ ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কিভাবে সূত্রপাত হয়েছে জানতে পারে নি আব্দুর রহিম।
গালিমপুর তদন্ত কেন্দ্রের এএসআই আলনুর তারেক বলেন, আগুনের ঘটনাটি আমাদের কেউ জানায় নি। এ ব্যাপারে আমার কিছু জানা নেই।
আপনার মতামত দিন