আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

587
নির্বাচন

দোহারের উপজেলা উপ-নির্বাচন উপলক্ষে তুঙ্গে উঠেছে উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা। সেই সাথে বাড়ছে প্রার্থীদের নিজেদের প্রতি কাদা ছোঁড়াছুড়ি। এরই মাঝে নির্বাচনী আচারণ বিধির লঙ্ঘনের অভিযোগ উঠেছে সব প্রার্থীর বিপক্ষে। তবে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধেই বেশি অভিযোগ এনেছেন অপর দুই প্রার্থী।

এরই মাঝে সাংবাদিকদের কাছে আওয়ামী লিগ প্রার্থী আলমগীর হোসেনের বিপক্ষে নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘনের অভিযোগ এনেছেন ইঞ্জিনিয়ার মেহবুব ও সিরাজুল ইসলাম ভুলু। সাংবাদিকদের কাছে মেহবুব কবির বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী প্রতিদিনই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে। যার প্রভাবের কারণে নির্বাচনী পরিবেশ রক্ষায় নিয়োজিত ভ্রাম্যমান আদালতও সঠিক ভুমিকা রাখতে পারছে না উলটো এই আদালত দিয়ে আমাদের কর্মী-সমর্থকদের হয়রানী করা হচ্ছে।
অভিযোগ উঠেছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ প্রার্থী আলমগীর হোসেন রাস্তা বন্ধ করে নির্বাচনী প্রচার চালিয়েছেন। সেই সাথে খিচুরি খাইয়িয়েছেন তার কর্মী সমর্থকদের, যা নির্বাচনী আচরণের সম্পূর্ণ বিরোধী। কিন্তু তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় নি।

আপনার মতামত দিন