আওয়ামীলীগ সবসময় সবাইকে নিয়ে নির্বাচন করতে চায় – এশিয়ান টিভি’তে নির্মল রঞ্জন গুহ

756

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসবকলীগের সিনিয়র সহ সভাপতি নির্মল রঞ্জন গুহ বৃহস্পতিবার এশিয়ান টিভির টক শো – টেবিল টকে বলেছেন, আওয়ামীলীগ সব সময় নির্বাচনমুখী দল। সকল দলকে সাথে নিয়ে আওয়ামীলীগ নির্বাচন করতে চায়, বিএনপিই নির্বাচন বর্জন করে। তিনি আরও বলেন, বিএনপি শাহ আজিজ, নিজামীদের কে পতাকা দিয়ে মুক্তিযোদ্ধাদের  অসম্মান করে, আওয়ামীলীগ ই মুক্তিযোদ্ধাদের সম্মান করে, রাজাকারদের বিচার করে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলা সম্পর্কে তিনি বলেন, অতীতে অনেক নেতাই জেলে থেকে নির্বাচন করেছে। বিএনপি’র তাই নির্বাচন নিয়ে তাহলে ভয় কেন? জনভিত্তি না থাকলে, আন্দোলন এর ডাক দিয়ে ঘরে বসে থাকলে হয় না। আন্দোলন কি, সেটা বিএনপি কে আওয়মীলীগের কাছে থেকে শিখতে হবে।

তিনি বলেন, শাক দিয়ে মাছ না ঢেকে, গৎ বাধা কথা না বলে, সত্য প্রকাশে সাহসী হোন।

আপনার মতামত দিন