আওয়ামীলীগ মহানগর সম্মেলনঃ উত্তরে দাবিদার দোহারের আব্দুল মান্নান

206
আওয়ামীলীগ মহানগর সম্মেলনঃ উত্তরে দাবিদার দোহারের আব্দুল মান্নান

জোবায়ের শরিফ,নিউজ৩৯ঃ আগামীকাল ৩০ নভেম্বর দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন। ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর তিন বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগকে দু’ভাগে বিভক্ত করা হয়।
মহানগর আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুতি অনুযায়ী আগামীকাল শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যোনে সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নেতৃত্ব নির্বাচনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কাছে থেকে জানা যায়, ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের শীর্ষ দুই পদের আলোচনায় রয়েছেন আদাবর থানা আওয়ামীলীগ সভাপতি ও মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মান্নান ও কাদের খান।আব্দুল মান্নান কচির বাড়ী ঢাকার দোহারের নারিশায়।

তবে বর্তমান সভাপতি এ কে এম রহমতুল্লাহ পুনরায় দায়িত্ব পেতে পারেন। তবে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির অনেকের মত, উত্তরের বর্তমান সাধারণ সম্পাদক পুনরায় দায়িত্ব পেলেও অবাক হওয়ার কিছু নেই।

অন্য খবর  দোহারে বিনামূল্যেশাক- সবজি বিতরণ
আপনার মতামত দিন