আওয়ামীলীগের তৃণমূল কখনো বিভ্রান্ত হয় না – নির্মল রঞ্জন গুহ  

361

সোমবার দোহার উপজেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) কর্তৃক এক ঈদ পূণর্মিলনী সভায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মর্যাদার আসনে আসীন হয়েছে এবং বাংলাদেশ হয়েছে উন্নয়নের রোল মডেল। আগামী নির্বাচনের আগে দলের প্রতিটি সম্মেলন কেন্দ্রের নির্দেশ মোতাবেক সফল করতে হবে। নতুন নেতৃত্ব আনতে হবে। যারা পরিক্ষীত আগামী নির্বাচনে তাদের নাম কেন্দ্রে পাঠাবেন। কারণ আওয়ামীলীগের তৃণমূল কখনো বিভ্রান্ত হয় না।

এসময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলি হাসান খোকন শিকদার আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন, ঢাকা জেলা আসাফো সভাপতি শেখ নুর ইসলাম মানিক, যুগ্ম দাশারণ সম্পাদক মো : শামীম হোসন শিবলুসহ আসাফোর সদস্য অ নেতৃবৃন্দ। আয়োজক ছিলেন স্থানীয় আসাফো নেতা হাসান আলী।

আপনার মতামত দিন