আওয়ামী লীগের অধীনে নির্বাচন হলে মানুষ ভোট দিতে পারবে না: খসরু

20

প্রতিবেদকঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন হলে মানুষ ভোট দিতে পারবে না। বিগত ২০১৪ ও ২০১৮ সালের দুটি নির্বাচনের দেশের মানুষ ভোট দিতে পারেনি। এবারও তারা চাচ্ছে- আরেকটা যেনতেন নির্বাচনের মাধ্যমে আবারও বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখতে। কিন্তু ক্ষমতাসীন এই আওয়ামী লীগকে এখন আর বাংলাদেশের মানুষ বিশ্বাস করেনা। তারা আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না। এজন্য জনগণ এখন রাজপথে আন্দোলন করছে। কারণ তারা বুঝে গেছে যে, আওয়ামী লীগের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচন হলে দেশের মানুষ ভোট দিতে পারবে না।

বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলকে এই বিষয়টিই জানিয়েছে বিএনপি।

এর আগে সকাল নয়টায় অনুষ্ঠিত  বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সফররত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল বৈঠক করেন। এসময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।

 

অন্য খবর  বরিশালে বিএনপির পদযাত্রা সফল করতে লিফলেট বিতরণ

 

আপনার মতামত দিন