আইসক্রিম কিনে না দেওয়ায় সপ্তম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

156
আইসক্রিম কিনে না দেওয়ায় সপ্তম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

নাটোর প্রতিনিধি: নাটোরে আইসক্রিম খাওয়ার আবদার না মেটানোয় মায়ের ওপর অভিমান করে সপ্তমী রাণী সরকার (১৩) নামের এক স্কুলছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় সপ্তমী তার নিজ শয়ন কক্ষে আত্মহত্যা করে।

সপ্তমী শহরের উত্তর চৌকিরপাড় কালুর মোড় এলাকার মালয়েশিয়া প্রবাসী নরেশ চন্দ্র সরকারের বড় মেয়ে। সে নাটোরের নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

সপ্তমী রাণীর পরিবার সূত্রে জানা গেছে, আজ শনিবার বিকেলে বাড়ির সামনে আইসক্রিমওয়ালা আসলে সপ্তমী আইসক্রিম খাওয়ার জন্য মায়ের কাছে আবদার করে। মা আইসক্রিম কিনে দিতে অস্বীকৃতি জানালে সে তার নিজ রুমে গিয়ে দরজা আটকিয়ে দেয়। দীর্ঘ সময় দরজা না খোলায় পরিবারের লোকজনদের সন্দেহ হয়। এক পর্যায়ে তার মা ও অন্যান্যরা ঘরের ছিদ্র দিয়ে সপ্তমীকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত সপ্তমীর পরিবারের সদস্য, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

আপনার মতামত দিন