অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির ঈদ উপহার পেল ৫ হাজার পরিবার

20

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির পক্ষ থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫ হাজার অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া বকুলতলা থেকে মধ্যপাড়া ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ শুরু করেন অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির পক্ষে মাসুদ করিম পাপ্পু।

মাসুদ করিম পাপ্পু বলেন, প্রতিবছরের মতো এবারও এ এলাকার কৃতী সন্তান, আমার বড় বোন সাবেক মন্ত্রী ও যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি আপনাদের জন্য ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ি পাঠিয়েছেন। তিনি সবসময় এই এলাকার কথা ভাবেন। আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলেন, এখনো আছেন। কিছু পাওয়ার জন্য তিনি ঈদ উপহার দিতে আসেননি, তিনি আপনাদের ভালোবাসেন তাই এ ঈদ উপহার পাঠিয়েছেন। আপনারা সবাই অ্যাডভোকেট সালমা ইসলাম এবং আমাদের জন্য দোয়া করবেন যেন সারাজীবন এভাবে আপনাদের পাশে থাকতে পারেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রুবিয়া আক্তার, হাসনা হেনা, লুৎফা বেগম, মো. দীন ইসলাম, আবুল হোসেন, মো. আসাদুজ্জামান, মো. শামীম শেখ, মো. মাহমুদ, ওমর ফারুখ তালুকদার, মো. আবু বক্কর খাঁন, মো. শাহবুদ্দিন খান. জাকির হোসেন বেপারি, জয়ন্ত ঘোষ, কামাল হোসেন লাল, আবু সাঈদ, কামরুজ্জামান মিষ্টি, মো. আওলাদ, মো. হযরত ও ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া প্রমুখ।

আপনার মতামত দিন